আলুর দাম বৃদ্ধি: হিমাগারে কারসাজি, সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরাও

আজকের পত্রিকা প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:০৪

দেশে আলুর বার্ষিক চাহিদা ৯০ লাখ টনের কিছু বেশি। ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ৪ লাখ টন আলু উৎপাদনের তথ্য দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে হিসাবে চাহিদার চেয়ে উদ্বৃত্ত আলু আছে দেশে। তারপরও সম্প্রতি আলুর দাম রেকর্ড করেছে বাজারে। এর পেছনে হিমাগার গেটে আড়তদারদের কারসাজি ও খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফা করার প্রবণতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।


গত অক্টোবরের শেষ ১০ দিন দেশের বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে আলুর কেজি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বাজার বেসামাল হয়ে পড়লে একপর্যায়ে সরকার প্রথমে আলুর দাম নির্ধারণ করে দেয়। এতেও কাজ না হওয়ায় পরে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয়। এরপর কয়েক দিন দাম কমতে শুরু করে। তবে ডলারের দাম বাড়ার অজুহাতে তিন দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে কৃষিপণ্যটির দাম। গতকাল ঢাকার বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে আলু ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রাজধানী ঢাকায় পাইকারি আলু বিক্রির সবচেয়ে বড় স্থান শ্যামবাজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us