পোশাক ব্যবসা অন্য দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে: রিজভী

www.samakal.com প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ২৩:০৯

তৈরি পোশাক ব্যবসা অন্য দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার এখন অত্যন্ত সুকৌশলে বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত, পোশাক শিল্প ধ্বংসের নীল-নকশা বাস্তবায়ন করছে।


রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, আওয়ামী লীগ দেশে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায়। দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়। গার্মেন্টস মালিকরা সরকারের প্ররোচনায় ১৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ন্যায্য দাবি আদায়ের বিক্ষোভের দায়ে ১১ হাজার শ্রমিককে অভিযুক্ত করে সরকারের নির্দেশে মামলা করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us