উচ্চশিক্ষা যখন ইউরোপে

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ১২:০৪

ইউরোপের কোনো দেশে ভর্তির ক্ষেত্রে সিজিপিএ গুরুত্বপূর্ণ। তবে একটা ন্যূনতম সিজিপিএ থাকলেও অফার লেটার পাওয়া যায়। সে ক্ষেত্রে সিজিপিএ ৩ থাকলে ভালো হয়। এর চেয়ে কম থাকলেও আপনি অফার লেটার পেতে পারেন। তবে সিজিপিএ বেশি থাকলে সম্ভাবনা বাড়ে। বিশ্ববিদ্যালয় ও পড়ার বিষয়ভেদে ন্যূনতম সিজিপিএর পার্থক্য অনেক বড় হিসেবে দেখা দিতে পারে। এক্সট্রা কারিকুলার অভিজ্ঞতার জন্য জার্মানিতে সুবিধা পাওয়া যায়। ভাষাগত দক্ষতা প্রমাণে জার্মানির ক্ষেত্রে আইইএলটিএস স্কোর থাকতে হবে ন্যূনতম ৬।


তবে ভর্তির আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ন্যূনতম চাহিদা ভিন্ন ভিন্ন থাকে। এখানে টোফেল গ্রহণযোগ্য। ডুয়োলিঙ্গ বা জিম্যাটের দরকার নেই। তবে খুব কমসংখ্যক বিশ্ববিদ্যালয়ে জিআরই চাওয়া হয়। ইউরোপে সাধারণত অফার লেটার পাওয়ার ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় ভালো করলে অফার লেটার দেয়। স্নাতকের ক্ষেত্রে গবেষণাপত্র না থাকলেও অফার লেটার পাওয়া সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us