মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় কাজে যোগ দেয়নি অন্তত ৩০ কারখানার শ্রমিক

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১২:৪১

সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কারখানা থেকে বেরিয়ে গেছেন পোশাক শ্রমিকরা।


শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, ছয়তলা ও নরসিংহপুর এবং আশুলিয়ার কাঠগড়া এলাকার অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


এই সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ও আশুলিয়া কমিটির প্রেসিডেন্ট খায়রুল মামুন মিন্টু। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া থেকে জিরাব এলাকা পর্যন্ত প্রায় সব কারখানা বন্ধ। এর সংখ্যা হবে অর্ধশতাধিক।'


স্টারলিং অ্যাপারেলসের এক শ্রমিক ডেইলি স্টারকে বলেন, 'আমরা সাড়ে ১২ হাজার টাকা মজুরি মানি না। তাই কারখায় ঢুকলেও কাজ করিনি। বেতন বৃদ্ধি করা না হলে আমরা কাজ করবো না।'


শ্রমিকরা কাজ না করায় এবং আশে পাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় স্টারলিং অ্যাপারেলস কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us