চিকিৎসাবিজ্ঞান বলে, আসল সত্য হলো আমরা চোখ দিয়ে দেখি না। চোখ আমাদের দেখতে সাহায্য করে। ব্যাপারটা খুলেই বলি। আমাদের চোখের কাজ হলো ডানে, বাঁয়ে, ওপর, নিচে ঘুরিয়ে যাবতীয় বস্তু থেকে বিকিরিত আলো ধারণ করে তার প্রতিচ্ছবি মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পাঠিয়ে দেওয়া।
বিষয়টি বোঝার আগে চোখকে কল্পনায় দুটি বস্তুর সঙ্গে তুলনা করতে হবে। ১. ছবি তোলার ক্যামেরার সঙ্গে। ২. টিভি অ্যান্টেনা এবং ঘরের টেলিভিশন সেটের সঙ্গে। প্রাত্যহিক জীবনে সবকিছু দেখার সঙ্গে এই দুটি জিনিসের তুলনা করা চলে।
ক্যামেরা কীভাবে কাজ করে?
ক্যামেরা সামনের দৃশ্যমান বস্তুর আলোকরশ্মিকে ধারণ করে বিভিন্ন লেন্সের মাধ্যমে ফিল্মের ওপর ফেলা। তারপর ফিল্মের রাসায়নিক বস্তুর সঙ্গে বিক্রিয়া করে একটা ছবি ধারণের অবস্থা তৈরি হয়।