বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ কোম্পানি এ পি মোলার মায়ার্সক ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। কোম্পানিটি বলেছে, বছরের তৃতীয় প্রান্তিকে তাদের বিপুল হারে মুনাফা কমেছে। সেই সঙ্গে কোম্পানির ব্যয় বাড়ছে এবং জনবলও আছে বাড়তি—এসব কারণে তারা এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বের পণ্য পরিবহনের ছয় ভাগের এক ভাগ হিস্যা মায়ার্সকের। ওয়ালমার্ট ও নাইকির মতো কোম্পানির পণ্য পরিবহন করে তারা। কিন্তু সম্প্রতি তারা বলেছে, বিশ্লেষক ও বিনিয়োগকারীরা আশাবাদী হলেও পণ্য পরিবহনের চাহিদা কমেছে।
মায়ার্সকের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট ক্লার্ক বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, নতুন বাস্তবতা হলো, সামষ্টিক অর্থনীতি নিয়ে চাঙা পূর্বাভাস দেওয়া হচ্ছে না। আগামী কয়েক বছরে পণ্য পরিবহনের চাহিদা কমবে; জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যয় এমনিতেই বাড়তি—এসব কারণে চাহিদায় টান পড়ছে। সেই সঙ্গে ভূরাজনৈতিক অস্থিরতা তো আছেই।