৬ ও ৮ জিবি গ্রাফিকস কার্ডের চাহিদা বেশি

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১১:৫১

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে গ্রাফিকস কার্ড। আর এ ক্ষেত্রে ক্রেতারা বেশি কিনছেন ৬ ও ৮ জিবি গ্রাফিকস কার্ড। এ সপ্তাহেও প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।


প্রসেসর


ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ গি.হা.) ১৪ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৯ (৫.৮০ গি.হা.) ১৩ প্রজন্ম ৬৪ হাজার টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৪৯ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৬ হাজার টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫.৭০ গি.হা.) ৬৫ হাজার টাকা, রাইজেন ৭ (৪.২০-৫.০০ গি.হা.) ৫২ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৩ হাজার ৫০০ টাকা।


গ্রাফিকস কার্ড


গিগাবাইট: জিটি ১০৩০ ২ জিবি ৯ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৬০ গেমিং ওসি ৮ জিবি ৪১ হাজার টাকা এবং আরটিএক্স ৩০৬০ ১২ জিবি ৪৪ হাজার টাকা।


আসুস: জিটিএক্স ১৬৩০ ৪ জিবি ২০ হাজার টাকা, আরটিএক্স ২০৬০ ওসি ৬ জিবি ৪৯ হাজার ৪০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ৮ জিবি ৪৬ হাজার ৮০০ টাকা।


এমএসআই: জিটিএক্স ১৬৫০ ডি৬ ৪ জিবি ২০ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ওসি ৮ জিবি ৪৫ হাজার ৯০০ টাকা,  আরটিএক্স ৪০৬০ ভেনটাস ওসি ৮ জিবি ৬৭ হাজার ১৬০ টাকা,  আরটিএক্স ৪০৭০ ভেনটাস ওসি ১২ জিবি ৮৬ হাজার ৯০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us