বেতন বাড়ানোর পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নিয়ে রাজধানীর মিরপুর-১১ সেকশনের মূল সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় পোশাক কারখানা এপিলিয়নের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা।
সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে তারা টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন।
বিক্ষুদ্ধ শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, আজ তারা তাদের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নিয়ে নিয়ে রাস্তায় নেমেছেন।
তারা আরও জানান, তাদের দাবি সরকার ও প্রশাসনের কাছে।