মহাসমাবেশ থেকে এক দিনের কর্মসূচি দেবে বিএনপি ও বিরোধী দলগুলো

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ২২:৪৫

সরকার পতন, নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে। নতুন এই কর্মসূচির ধরন ও সময় নির্ধারণ হবে সমাবেশের চরিত্রের ওপর। রাজধানীর অন্তত ১২টি পয়েন্টে শনিবার মহাসমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো।


এরই মধ্যে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারির কারণে রাজধানীজুড়ে আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে চলছে বিভিন্ন বাহিনীর ‘নিরাপত্তাজনিত’ তৎপরতাও।


বিএনপি ও বিরোধী দলগুলোর নেতারা বলছেন, শনিবারের সমাবেশ থেকে ঘেরাও বা অবরোধ ধরনের কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার (২৭) রাতেও এ বিষয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা পৃথকভাবে বৈঠক করবেন। ওই বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হবে। এরপর চূড়ান্তভাবে ঘোষণার আগে আরও একবার নিজেদের মধ্যে আলাপ করে নেবেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us