এডিপিতে কমছে বিদেশি বরাদ্দ

যুগান্তর প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৪৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব পড়ত পারে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। এ কারণে গতি কমে যাওয়ার সঙ্গে কমতে পারে বৈদেশিক অর্থছাড়ও। বৈশ্বিক অবস্থার কারণে ইতোমধ্যেই অর্থ প্রাপ্তি কমতে শুরু করেছে। এসব কারণে চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বড় অঙ্কের বৈদেশিক সহায়তা কমার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বৈদেশিক অংশের বরাদ্দ কাটছাঁটের প্রক্রিয়া শুরু করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।


এ প্রসঙ্গে জানতে চাইলে ইআরডির একাধিক কর্মকর্তা বুধবার যুগান্তরকে বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে জরুরি ভিত্তিতে তথ্য চাওয়া হয়েছে। এগুলো পেলে ডিসেম্বরে সিরিজ বৈঠক হবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন ইআরডির সচিব শরিফা খান। সেখান থেকে যে হিসাব পাওয়া যাবে তার ওপর ভিত্তি করে সংশোধিত এডিপির জন্য তথ্য পাঠানো হবে পরিকল্পনা কমিশনে। ইআরডি সূত্র জানায়, ২২ অক্টোবর থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপি এবং ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের এডিপি প্রাক্কলন নির্ধারণের জন্য তথ্য চাওয়া হয়েছে। এক্ষেত্রে বৈদেশিক সাহায্যপুষ্ট চলমান এবং নতুন প্রকল্পের জন্য কত বরাদ্দ প্রয়োজন তার তথ্য সংগ্রহ হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসের বৈদেশিক সাহায্যের প্রকল্পগুলোর ব্যয় বা বাস্তবায়নের অগ্রগতির ওপর ভিত্তি করে সংশোধিত এডিপির জন্য বরাদ্দের প্রাক্কলন করতে হবে। পাশাপাশি আগামী তিনটি অর্থবছরের জন্য এমটিবিএফ (মধ্যমেয়াদি বাজেট কাঠামো) তৈরির জন্যও তথ্য দিতে হবে। ৯ নভেম্বরের মধ্যেই সব তথ্য ইআরডিতে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us