লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন, ছড়াচ্ছে ম্যালওয়্যার

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৯:৩২

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছেন সাইবার অপরাধীরা। সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান উইথসিকিউর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, লিংকডইনে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান করসায়ারের ‘ফেসবুক বিজ্ঞাপন বিশেষজ্ঞ’ পদের জন্য ভুয়া চাকরির বিজ্ঞাপন দেন সাইবার অপরাধীরা। বিজ্ঞাপনটিতে ক্লিক করলেই চাকরিপ্রার্থীদের স্মার্টফোন বা কম্পিউটারে ডার্কগেট বা রেডলাইন ম্যালওয়্যার প্রবেশ করে এবং তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।


জানা যায়, পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হওয়ায় সাইবার অপরাধীরা মূলত চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে। এমনকি চাকরিপ্রার্থীরা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের তথ্যও চুরি করে তারা। সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইবার হামলা চালাতে ব্যবহার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us