লেবানন ছাড়ছে সৌদি আরবের দূতাবাসের কর্মচারী ও কূটনীতিকদের পরিবার। গত মঙ্গলবার বৈরুত ছেড়ে যাওয়া দুটি সামরিক বিমানে তারা দেশে ফিরে যায় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা।
সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে আহরাম অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সৌদি আরব তার নাগরিকদের অবিলম্বে লেবানন ত্যাগ করার আহ্বান জানানোর কয়েক দিন পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সৌদি দূতাবাসের পক্ষে থেকে কোনো মন্তব্য করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে লেবাননের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার বিকেলে প্রায় ৬৫ জন লেবানন ছেড়েছেন। তবে লেবাননে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি, সামরিক অ্যাটাশে এবং অন্যান্য কূটনীতিক ও কর্মচারীরা দেশ ছেড়ে যাননি।