লেবাননের সীমান্ত এলাকায় গত কয়েক দিনে সাড়ে ১৯ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সমর্থনপুষ্ট শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর লড়াইয়ের জেরে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে। পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে লেবাননে সাংবাদিকসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। প্রাণ গেছে হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলি সেনারও।