সারা বিশ্বে কয়েক হাজার শতকোটিপতি বা বিলিয়নিয়ার রয়েছেন। কিন্তু তাঁদের সবাই ঠিকভাবে সরকারকে কর দেন না। অনেকের বিরুদ্ধে রয়েছে বড় ধরনের কর ফাঁকির অভিযোগও। তবে এসব শতকোটিপতিদের ওপর বৈশ্বিকভাবে সর্বনিম্ন কর ধার্য করা হলে বছরে আদায় হতো ২৫০ বিলিয়ন বা ২৫ হাজার কোটি মার্কিন ডলার।
গবেষণাপ্রতিষ্ঠান ইইউ ট্যাক্স অবজারভেটরির ২০২৪ সালের গ্লোবাল ট্যাক্স ইভেশন বা বৈশ্বিক কর ফাঁকিবিষয়ক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, প্যারিস স্কুল অব ইকোনমিকসে অবস্থিত ইইউ ট্যাক্স অবজারভেটরি মূলত একটি স্বাধীন গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি কর ব্যবস্থার ওপর উদ্ভাবনী গবেষণা পরিচালনা করে।
।