গাজায় পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সেখানে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের কয়েকটি সংস্থা।
জাতিসংঘের পাঁচটি সংস্থার মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক যৌথ বিবৃতিতে গাজার পরিস্থিতি ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছে।
বিবিসি জানায়, এই দুই সংস্থার পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জরুরি শিশু তহবিলও (ইউনিসেফ) বিবৃতি দিয়েছে।
এতে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি সংস্থাগুলো বলেছে, গাজায় অবিলম্বে এবং অবাধে মানবিক ত্রাণকাজের জন্য প্রবেশ করতে দেওয়া জরুরি। যাতে ত্রাণকর্মীরা সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে তাদের কাছে পৌঁছতে পারে। গাজার ১৬ লাখেরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানায় তারা।