সম্মেলনের এক মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন এই কমিটির সাধারণ সম্পাদক থেকে শুরু করে একাধিক নেতার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজি, সিট–বাণিজ্যের মতো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নিয়মিত ছাত্রত্ব শেষ হওয়া নেতারাও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ। এ ছাড়া সাংগঠনিকভাবে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কয়েকজনও পদ পেয়েছেন।
মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই আংশিক কমিটিতে ২০ জনকে সহসভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক আছেন আটজন। সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে অন্তত চারজনের নিয়মিত ছাত্রত্ব নেই। শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আছে অন্তত সাতজনের বিরুদ্ধে।