মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রধান উদ্দেশ্যই থাকে নতুন প্রজন্মকে আকর্ষিত করা। প্রচলিত এ ধারণা থেকে বের হয়ে সাহসী এক পদক্ষেপ নিয়েছে গুগল। পিক্সেল ডিভাইসের সর্বশেষ সংস্করণগুলো বানানো হয়েছে মা–বাবাদের লক্ষ্য করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে উন্মোচিত হয়েছে গুগল পিক্সেল ৮ সিরিজ এবং পিক্সেল ওয়াচ ২। নতুন সব ফিচারের জন্য এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে মডেলটি।
সন্তান লালন–পালন সহজ নয়। কঠিন এ কাজকে সহজ করে এমন গ্যাজেট নিয়ে সব মা–বাবারই আগ্রহ থাকবে। গুগল পিক্সেল ৮ প্রো–তে যেসব ফিচার রয়েছে—
১. নতুন তাপমাত্রার সেন্সর
পিক্সেল ৮ প্রোর সবচেয়ে আলোচিত ফিচারটি হলো—এর নতুন ক্যামেরাতে তাপমাত্রার সেন্সরও রয়েছে। ছোট শিশুদের খাবার প্রস্তুত করার সময় বারবার খাবারে তাপমাত্রা পরীক্ষা করতে হয়। এমনকি গোসলের পানি গরম করার সময়ও তাপমাত্রার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হয়। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা দুটোই ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত পরিণতি।