গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে মিশরকে রাজি করালেন বাইডেন

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯

ইসরায়েলের বিমানবাহিনীর হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সংকট কমাতে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য মিশরকে রাজি করিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। বাইডেন জানিয়েছেন, মিশর ও গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিশর।


হোয়াইট হাউসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবারের মধ্যেই গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানো শুরু হবে।


ইসরায়েল সফর শেষে ফেরার পথে অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছে। গাজার বেসামরিক লোকজনের জন্য ত্রাণ সরবরাহের জন্য রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।’


বাইডেন বলেন, ‘আশা করছি শুক্রবারের মধ্যেই এই ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করা শুরু করবে। প্রথম দিন ২০টি ট্রাককে প্রবেশ করতে দেওয়া হবে। তবে এই ক্রসিং খোলা হবে কেবল ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য। শরণার্থীরা এই ক্রসিং ব্যবহার করতে পারবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us