সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সমকাল প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৫৭

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোররাতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্তের কাছে ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের খুদিগজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানায়নি বিএসএফ। 


স্থানীয় গ্রামবাসীদের দাবি, গরু পাচারের উদ্দেশ্যে রাতে কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশ থেকে ভারতে আসে একদল অজ্ঞাতপরিচয় বাংলাদেশি পাচারকারী। এসময় বিএসএফ বাধা দিলে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে পাচারকারীরা। আত্মরক্ষায় বিএসএফ গুলি চালালে একজন বাংলাদেশি নিহত হন। বাকিরা  বাংলাদেশে পালিয়ে যায়। 


এদিকে সকালে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থলে যান বিএসএফের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে ফাঁসিদেওয়া মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us