যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে নিজেদের সদর দপ্তর ঘেঁষে দর্শনার্থীদের জন্য প্রথমবারের মতো অভিজ্ঞতা কেন্দ্র (এক্সপেরিয়েন্স সেন্টার), ক্যাফে, পপআপ শপ, গুগল স্টোর, আউটডোর প্লাজা ও অনুষ্ঠান আয়োজনের স্থান চালু করল প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। শুক্রবার চালু হওয়া কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত। এখানে এসে দর্শনার্থীরা গুগল সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।
নতুন এই কেন্দ্রে যে কেউ গুগলের অভিজ্ঞতা নিতে পারবেনসিএনবিসির সৌজন্যে
এক ব্লগে গুগল জানিয়েছে, চিত্রকর্ম, ক্যালিফোর্নিয়ার স্থানীয় ব্যবসা থেকে শুরু করে রেস্তোরাঁসহ আরও অনেক কিছু সবার জন্য উন্মুক্ত এ স্থানে দেখার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া যাবে। গুগলের মূল প্রাঙ্গণে প্রবেশ করতে না পারলেও সদর দপ্তরঘেঁষা এ কেন্দ্রে গুগলের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। এখানে একটি জায়গা রয়েছে, যেখানে অলাভজনক প্রতিষ্ঠান বা কমিউনিটির সদস্যরা সভা বা অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন। এ ছাড়া এখানে একটি ক্যাফে ও গুগলের খুচরা বিক্রয়কেন্দ্র থাকবে। এর আগে নিউইয়র্কের চেলসিতে একটি খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছিল গুগল। ক্যাফেটিতে স্থানীয় রেস্তোরাঁর বিভিন্ন খাবার পাওয়া যাবে। এটি সবার জন্য উন্মুক্ত গুগলের প্রথম কোনো ক্যাফে। তবে গুগল ক্যাফেটেরিয়ার তুলনায় এটি বেশ ছোট। এখানে থাকা পপআপ শপে স্থানীয় উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করতে পারবেন। গুগল স্টোর থেকে গুগলের বিভিন্ন পণ্য কেনা যাবে। আউটডোর প্লাজায় চিত্র প্রদর্শনী, অনুষ্ঠান প্রভৃতি আয়োজনের সুযোগ থাকবে।