এক কুমড়া ফলিয়ে পেলেন ৩০ হাজার ডলার

প্রথম আলো প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৮:১১

বিশাল আকারের একটি মিষ্টিকুমড়া। ওজন ২ হাজার ৭৪৯ পাউন্ড বা প্রায় ১ হাজার ২৪৭ কেজি। অবাক হচ্ছেন? অথচ এই কুমড়া ফলিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ট্রাভিস জিয়েনজার। পেয়েছেন ৩০ হাজার ডলারের পুরস্কার। সেই সঙ্গে সবচেয়ে ভারী কুমড়ার স্বীকৃতিও পেয়েছে ট্রাভিসের এ ফসল।


পেশায় উদ্যানতত্ত্বের শিক্ষক ট্রাভিস। বাড়ি যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। সেখানেই বিশাল এ কুমড়া ফলিয়েছেন তিনি। এর নাম দিয়েছেন ‘মাইকেল জর্ডান’। বিশ্বসেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের নামে এটির নামকরণ করা হয়েছে।


গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পামকিন ওয়েট-অফ’ প্রতিযোগিতায় বিশাল কুমড়াটি এনেছিলেন ট্রাভিস। বার্ষিক এ আয়োজনে বিশাল আকারের ফসলের প্রদর্শন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us