স্মার্ট গ্যাজেটগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। ওয়্যারলেস হেডফোন থেকে শুরু করে স্মার্টঘড়ি সব বয়সীদের কাছেই এখন বেশ জনপ্রিয়। এরপর বাজারে এসেছে স্মার্ট রিং। অর্থাৎ হাতে এই আংটি পরে আপনি স্মার্টফোনের নানা কাজ করতে পারবেন। সোশ্যল মিডিয়ার নোটিফিকেশন থেকে শুরু করে কল রিসিভ করা সবই সম্ভব স্মার্ট রিংয়ে।
এবার স্যামসাং নিয়ে এলো নতুন স্মার্ট রিং। স্যামসাংয়ের প্রথম স্মার্ট রিং বা গ্যালাক্সি রিং অনেকটাই ফিটনেস ট্র্যাকারের মতো। হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, ওয়ার্কআউট রেকর্ডিং সহ আরও যে সব কাজগুলো একটা ফিটনেস ট্র্যাকার করতে পারে, তার সবই ডিসপ্লে ছাড়াই করতে সক্ষম হবে এই স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং।