৬ বোলার নিয়ে খেলবে বাংলাদেশ, বাদ মাহমুদউল্লাহ!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩৬

বিশ্বকাপের আগমুহূর্তে মাঠের বাইরের ইস্যুতে তুলকালাম অবস্থা ছিল দেশের ক্রিকেটে। সব বিতর্ক পেছনে ফেলে মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানকে মাত্র ১৫৬ রানে আটকে দিয়ে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজও অকপট জানিয়েছিলেন, এমন জয় ভাবেননি তিনিও।  


স্বস্তির জয়ের পর বাংলাদেশ শিবিরেও স্বস্তির বাতাবরণ। টাইগার ক্রিকেটাররাও আছেন বেশ ফুরফুরে মেজাজে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভেন্যু প্রথম ম্যাচের ভেন্যু সেই ধর্মশালা। 


ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে ভাবনাচিন্তা চলছে। এ ম্যাচেও কি ৫ জন বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। দর্শক-সমর্থকদের মনে এই প্রশ্ন যেন বারবারই ঘুরে ফিরে আসছে। কেননা আফগানিস্তানের বিপক্ষে শুরুতে উইকেট না তুলতে পারায় একজন বোলার কম নিয়ে খেলার সমস্যাটা ফুটে উঠেছিল বেশ ভালোভাবেই। যদিও মিরাজ ও সাকিবের যুগলবন্দীতে অল্পতেই আটকে যায় আফগানরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৯ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us