এই ১৫টি কথা মনে রাখুন, জীবনে অনেক জটিল পরিস্থিতি এড়াতে পারবেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:০৩

আশির বেশি বয়সী হাজারো মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী। এরপর সবচেয়ে জনপ্রিয় উপদেশগুলো নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারের নিউ হ্যাম্পশায়ারভিত্তিক অনলাইন গণমাধ্যম ফুললি স্টেকড। চলুন সবচেয়ে কম কথায় জেনে নেওয়া যাক, কী সেই উপদেশগুলো-


১. সম্পদের চেয়ে স্বাস্থ্য বড়। তাই ঘুম আর নিজের মানসিক শান্তি নষ্ট করে অর্থ উপার্জন নয়।


২. সবচেয়ে বড় বিনিয়োগ হলো আত্ম–উন্নয়নমূলক বিনিয়োগ। আত্ম–উন্নয়নে যত বিনিয়োগ আছে, এর ভেতর সবচেয়ে ভালো হলো শিক্ষা খাতে বিনিয়োগ।


৩. জরুরি অবস্থার জন্য তহবিল রাখা খুবই জরুরি।


৪. একাধিক আয়ের উৎস তৈরি করুন।


৫. গুণগত মানের ওপর জোর দিন।


৬. কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করবেন না। আপনি যে রিকশায় করে অফিসে এলেন, সময়মতো নিরাপদে কর্মস্থলে নিয়ে আসার জন্য ভাড়ার সঙ্গে চালককে একটা ধন্যবাদ দিলে কী ক্ষতি! দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করা অনুশীলন করুন।


৭. নিজেকে কখনো কোনো অবস্থায় অন্য কারও সঙ্গে তুলনা নয়। এমনি কাউকেই কারও সঙ্গে তুলনা করবেন না। এর মতো বদভ্যাস আর নেই। মনে রাখবেন, প্রত্যেক মানুষ স্বতন্ত্র। কারও সঙ্গে কারও তুলনা হয় না। কেবল নিজের সঙ্গে নিজের তুলনা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us