কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না ডেঙ্গু পরিস্থিতি। টানা কয়েক মাস ধরে ডেঙ্গু নাস্তানাবুদ করেছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। চিকিৎসা বিশেষজ্ঞরা আগেই আভাস দিয়েছিলেন এবার দীর্ঘায়িত হতে পারে ডেঙ্গু সংক্রমণ। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে এক হাজার ৮৬ জনের। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ যত বেশি হবে মৃত্যু তত বেশি হবে। এখনই লাগাম টেনে ধরা না গেলে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে থাকবে বলেও শঙ্কার কথা বলছেন তারা।
‘স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। এক হাজার ৮৬ জনের মধ্যে ঢাকার ৬৮৫ জন এবং ঢাকার বাইরের ৪০১ জন।
চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে ৩৯৬ জন। আগস্টে মারা গেছে ৩৪২ জন এবং জুলাইয়ে ২০৪ জন। বছরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ কম ছিল, যদিও জানুয়ারিতে ডেঙ্গুতে মারা গেছে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিল ও মে মাসে দুজন। চলতি মাসের সাতদিনেই মৃত্যু হয়েছে ৯০ জনের।