ওষুধ কোম্পানিগুলো থেকে চিকিৎসকদের নেওয়া অর্থ ও মাসোহারা নিয়ে চিকিৎসকদের ভাবা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমি আর সকলের সামনে বিস্তারিত কিছু বলব না। শুধু বলব এটা নিয়ে আমাদের ভাবা উচিত।
রোববার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ওষুধ কোম্পানি কিন্তু প্রতিবছর কম টাকা দিচ্ছে না। এই টাকাগুলো কী ফর্মে দিচ্ছে, চিকিৎসকরা কী ফর্মে নিচ্ছেন, আর কী ফর্মে নেওয়া উচিত।
দীপু মনি বলেন, আমি আর এখানে বিস্তারিত বলব না। শুধু এটুকু নিয়ে ভাবা উচিত যে, ওষুধ কোম্পানিগুলো থেকে টাকাগুলো কী ফর্মে নিচ্ছেন, আর কী ফর্মে নেওয়া উচিত। দয়া করে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন।