নির্বাচনী ইশতেহার প্রণয়নে মতামত চেয়েছে আ’লীগ

সমকাল প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১৩:০২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইশতেহার প্রণয়ন করতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সম্প্রদায়ের নেতাদের মতামত চেয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব এবং দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ মতামত চাওয়া হয়।


এতে বলা হয়, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে– এ বিষয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এই উপকমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবল একটি দলীয় ইশতেহার নয়; এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটি গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us