গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিপুল পরিমাণ ফিলিস্তিনিকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে দেশটির এসদে তিমান টর্চার ক্যাম্পে। সেখানে বন্দীদের চলাফেরা বন্ধ করা থেকে শুরু করে চোখ বেঁধে রাখা, ডায়াপারে প্রস্রাব-পায়খানা করতে বাধ্য করাসহ নানা ধরনের নির্মম নির্যাতন করত ইসরায়েলি সেনারা। সম্প্রতি সেখানে কাজ করা তিন ইসরায়েলি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের কাছে বিষয়গুলো ফাঁস করেছেন।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন ইসরায়েলি জানিয়েছেন, এসদে তিমান টর্চার ক্যাম্পে ফিলিস্তিনি বন্দীদের চলাফেরা করতে দেওয়া হয় না। এমনকি তাঁদের চোখ বেঁধে রাখা হয় সব সময়। টর্চার ক্যাম্পে কাজ করা ওই তিন ইসরায়েলি বলেন, ‘আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, কাউকে যেন কোনোভাবেই নড়াচড়া করতে না দেওয়া হয়। তাদের মেরুদণ্ড সোজা করে বসে থাকতে বাধ্য করা হতো। এমনকি তাদের চোখ বেঁধে রাখা হতো।’