গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যদিও এখন বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি শুরুর আগে দল যখন ইংল্যান্ড ম্যাচে ব্যস্ত ছিল, তখন স্টেডিয়ামের বাইরের নেটে ব্যাট-প্যাড নিয়ে অনুশীলন করেছেন সাকিব আল হাসান।
নেটে সাকিবের সঙ্গে থ্রোয়ার হিসেবে ছিলেন বাংলাদেশ দলের সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। থ্রো করা বল বেশ স্বাচ্ছন্দেই খেলছিলেন বাংলাদেশ অধিনায়ক। ধারণা করা হচ্ছে, সাকিব ম্যাচ খেলার জন্য প্রস্তুতই আছেন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টস করার সময় নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই থাকবেন সাকিব। পায়ের চোট কাটিয়ে শতভাগ ফিট হয়ে উঠেছেন তিনি।