প্লট একত্রীকরণে ভবনের উচ্চতায় ছাড় মিলবে সংশোধিত ড্যাপে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ২০:৩১

রাজধানী ঢাকার সমস্যা কমিয়ে পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) গেজেট আকারে প্রকাশিত হয়েছিল গত বছরের আগস্টে। সেখানে রাস্তার প্রশস্ততা যতটুকু, ভবনের ব্যবহারযোগ্য স্পেসের পরিমাণও সেই অনুপাতে হওয়ার কথা উল্লেখ করা হয়।


আগে প্রশস্ত রাস্তা না থাকলেও ৮/১০ তলা ভবন নির্মাণ করা যেত। কিন্তু পরে ড্যাপে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। অপ্রশস্ত রাস্তার ক্ষেত্রে ৪/৫ তলা ভবন নির্মাণের বিধান রাখা হয়। এতে জমির মালিক, হাউজিং প্রতিষ্ঠান ও ডেভেলপারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।


তবে সেই জায়গা থেকে সরে এসেছে রাজউক। প্রভাবশালী হাউজিং ও ডেভেলপারদের চাপে রাস্তার প্রশস্ততা সাপেক্ষে ভবনের উচ্চতা নির্ধারণের জায়গা থেকে সরে এসেছে তারা। আগামী তিন বছরের জন্য আবাসন প্রকল্পে ভবনের উচ্চতায় ছাড় দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন হয়েছে। যা গত ২৪ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us