প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এ বিষেয় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। এই গুজবটি ফেসবুকে ভাইরাল হলে অনেকেই খবরটি যাচাই-বাছাই না করেই এটিকে শেয়ার করে জয়কে অভিনন্দন জানানো শুরু করেন। পরে রাতে অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এটিকে মিথ্যা ও বানোয়াট বলে জানান।