আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সাধারণত উপমহাদেশের মাটিতে স্পিনাররাই সুবিধা পেয়ে থাকেন। তবে এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন পেসাররাও।
এবারের বিশ্বকাপে ৫ পেসারের দিকে চোখ রাখতে বলছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন। তিনি মনে করেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইংল্যান্ডের মার্ক উডের সঙ্গে বিশ্বকাপে ঝড় তুলতে পারেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের মোহাম্মাদ সিরাজের মতো পেসার।
আইসিসির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে স্টেইনকে পছন্দের পাঁচ পেসারের নাম প্রকাশ করতে দেখা যায়। সেখানে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, উড, আফ্রিদি, বোল্ট, সিরাজ ও রাবাদা সবাই নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে উজ্জ্বল হয়ে উঠবে। তাদের বোলিং দেখার জন্য অপেক্ষায় আছেন তিনি।
বিশেষ করে শাহিন শাহ আফ্রিদির কথা আলাদাভাবেই বলেছেন স্টেইন। তিনি বলেন, শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখার মতো বিষয়ই হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বোলিং করবে।