সিনেমা মুক্তি দিয়ে ব্যবসায়িক ঝুঁকি নিতে চাইনি: এসডি রুবেল

সমকাল প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩০

দর্শকের পাশে বসে নিজের পরিচালিত প্রথম সিনেমা দেখার অনুভূতি কেমন ছিল?


এ অনুভূতি কোনোভাবে বলে বোঝানো যাবে না। গতকাল জয়দেবপুরে উল্কা প্রেক্ষাগৃহে ‘বৃদ্ধাশ্রম’ দেখেছি। খেয়াল করে দেখেছি, অনেকে মুগ্ধ হয়ে সিনেমাটি দেখেছেন। নিজের বানানো সিনেমা পর্দায় দেখছি, তা নিয়ে দর্শক নানা মন্তব্য করছেন– এ দৃশ্য তা ভোলার নয়।



দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?


দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য সিনেমাটি মুক্তির পর পরই হলে হলে ঘুরছি। প্রথম দিনই গরম উপেক্ষা করে দর্শক সিনেমাটি দেখেছেন। বিশেষ করে সন্ধ্যার শোতে দ্বিগুণ দর্শক হয়েছে। মাসের শেষ। মানুষের হাতে পয়সা কম। এর পরও দর্শক হলে ভিড় করছেন– এটি আশাব্যঞ্জক।


সিনেমা সেন্সর লাভ করেছে অনেক আগে। মুক্তিতে এতো বিলম্ব হলো কেন?


২০২০ সালে যখন সেন্সর সনদ পেলাম, তখন দেশের করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। আড়াই বছর সিনেমা হল বন্ধ ছিল। করোনা কমলে জমে থাকা সিনেমাগুলো একে একে মুক্তি পেতে শুরু করে। তখন চাইলেই মুক্তির তারিখ নেওয়া মুশকিল ছিল। এর পর বিদেশি ভাষার সিনেমা আমদানি শুরু হলো। ‘পাঠান’-এর সঙ্গে সিনেমা মুক্তি দিয়ে ব্যবসায়িক ঝুঁকি নিতে চাইনি। সবকিছু মিলিয়ে এর মুক্তি পিছিয়েছে। সংগীতশিল্পী হিসেবেই আপনার পরিচিতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us