সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য বড় এবং জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তাবিশেষজ্ঞরা। কিন্তু এসব পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর হওয়ায় অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পাসওয়ার্ড ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করেন। কম্পিউটার বা ফোনে সফটওয়্যারগুলো নামানো থাকলে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের সময় বারবার পাসওয়ার্ড লেখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
আর তাই পাসওয়ার্ড ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করতে আগ্রহী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে ভুয়া পাসওয়ার্ড ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল সাইবার অপরাধী।