রাজবাড়ীতে পাট চাষে খরচ বেড়েছে। তবে বাজারে গত বছরের তুলনায় এবার কম দামে পাট বিক্রি করা হচ্ছে। এতে কৃষকেরা পাট আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন।
পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে (৩৩ শতাংশে এক বিঘা) জমিতে পাট চাষ করতে গড়ে ২৯ হাজার টাকার মতো খরচ হয়। পাট হয়েছে সাধারণত ৮ থেকে ১০ মণ। বাজারে সবচেয়ে ভালো পাটের দাম ২ হাজার ৪০০ টাকা। সেই হিসাবে প্রতি বিঘায় পাট চাষ করে বিঘাপ্রতি পাঁচ হাজার টাকা লোকসান হচ্ছে।
সদর উপজেলার বক্তারপুর গ্রামের পাটচাষি আলম শেখ বলেন, ‘প্রতিবছর পাট চাষ করি। গত বছর পাট বিক্রি করেছি প্রতি মণ তিন হাজার টাকা। এই বছর খরচ আরও বেড়েছে। এতে করে পাটের দাম আগের বছরের তুলনায় বেশি হওয়া উচিত। সার ও ওষুধের দাম বেড়েছে। শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে পানির অভাবে কারণে পাটের রং ভালো হয়নি। পাঁচ মণ পাট বাজারে এনেছি। প্রতি মণ পাট দুই হাজার টাকার বেশি কেউ বলছে না। এই দামে বিক্রি করলে অনেক টাকা লোকসান হবে। আবার পাট চাষে ধারদেনা করতে হয়েছে। বিক্রি করে এসব পরিশোধ করতে হবে।’