পিঠের ইনজুরি, বিশ্বকাপে কী করবেন তামিম?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১

একদিন পরই বিশ্বকাপ খেলতে রওয়ানা হবে বাংলাদেশ দল। অথচ, এখনও বিশ্বকাপের দলই ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই আসবে সেই ঘোষণা। কিন্তু তার আগে তামিম ইকবালের পরিস্থিতি দারুণ অস্বস্তিতে ফেলে দিয়েছে বিসিবি কর্মকর্তা এবং নির্বাচকদের।


পিঠের পুরনো ইনজুরিটা বেশ বেকায়দায় ফেলে দিয়েছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে তিনি বোর্ড কর্মকর্তা ও নির্বাচকদেরকে তার ইনজুরির বিষয়টা মাথায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন বলে খবরে প্রকাশ।


নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটা খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে।


খবরে প্রকাশ, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে তার ইনজুরির বিষয়টা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন তামিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us