আজকের পত্রিকা: ভারত কি এক জাতির দেশ?
কাকলী সাহা: এককথায় উত্তর হলো, না। ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার এক জাতিতত্ত্বের আদর্শ প্রচার করলেও মনে রাখতে হবে, ভারতবর্ষ একটি জাতি ও সম্প্রদায়ের দেশ নয়; বরং বহু জাতীয় জনসমাজ সহযোগে এ দেশ গঠিত। এর মধ্যে হিন্দু ও মুসলিম দুটি প্রধান সম্প্রদায়, এ ছাড়া সেখানে বহু ভাষাভাষী মানুষের বসবাস। সেখানে এ ধরনের মনোভাব পোষণ করা যে কেবল অবাস্তব বা অবান্তর তা নয়, এতে সর্বনাশ ঘটে যাবে। এযাবৎকাল অবধি ধর্মের দোহাই দিয়ে ভারতে দাঙ্গা হয়েছে বারবার, ভাবগত দাঙ্গারও উদাহরণ কম নেই।
আজকের পত্রিকা: মণিপুর রাজ্য হঠাৎ বিক্ষুব্ধ হয়ে উঠল কেন?
কাকলী সাহা: এই প্রশ্নের উত্তর দিতে আমাকে একটু পেছনে যেতে হবে। ১৮২৪ সালে তৎকালীন বার্মার আসাম আক্রমণ থেকে নিষ্কৃতি পেতে মণিপুর রাজ গম্ভীর সিং ব্রিটিশ সাহায্য চাইলে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম আমহার্স্টের নেতৃত্বে প্রথম অ্যাংলো-বার্মা যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ-পরবর্তী সময়ে মণিপুর ভারতের একটি দেশীয় রাজ্য হিসেবে অঙ্গীভূত হয়।