আড়ালেই থেকে যায় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতারা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০

রাজধানীসহ সারা দেশেই বিভিন্ন অপরাধমূলক ঘটনায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার কথা প্রায়শই সামনে আসে। তবে আড়ালে থেকে তাদের দিয়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যারা পরিচালনা করেন বা ইন্ধন দেন; তাদের নাম খুব একটা উঠে আসে না। অনেক সময় আবার গ্রেফতার কিশোর গ্যাং সদস্যদের জিজ্ঞাসাবাদে ইন্ধনদাতাদের নাম পাওয়ার কথা জানা গেলেও তা আটকে থাকে ‘নজরদারি’ পর্যন্তই। শেষ পর্যন্ত অন্তরালেই থেকে যায় কমবয়সীদের দিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মূলহোতারা। 


এবার এ বিষয়ে নড়েচড়ে বসেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেছে সংস্থাটি। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, যেসব কিশোররা সংঘবদ্ধ হয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে, তাদের অনেকের তথ্য পাওয়া গেছে। এরা মূলত কোনও ব্যক্তি বা সংস্থার ছত্রচ্ছায়ায় থেকে এ ধরনের অপরাধগুলো করে থাকে। অনেকেই এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারেও আড়ালে থেকে এসব কিশোর গ্যাংকে ব্যবহার করছে। তাদের অনেকের তথ্য আমাদের কাছে ইতোমধ্যে এসেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us