শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনা তদন্তে কানাডাকে সহযোগিতার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ঘটনায় ‘জবাবদিহি’ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।
হরদীপ সিং নিহত হওয়ার ঘটনায় কানাডা ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনে মধ্যে গতকাল শুক্রবার অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের এসব কথা বলেন।
গত ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক বক্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। তিনি পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, শিখ সম্প্রদায়ের নেতা কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টরা জড়িত।