নির্বাচন সামনে রেখে চলমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে দেশি-বিদেশি নানা মহল সংলাপের তাগিদ দিয়ে আসছে অনেক দিন ধরেই। প্রধান দুই দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে সৃষ্ট এ সংকট নিরসনে সংলাপে বসার কোনো তাগিদ বা পরামর্শই আমলে নিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
তাদের মতে, সংলাপ অনুষ্ঠানের মতো কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। তাই সংলাপ নিয়ে আপাতত চিন্তার কিছু নেই। আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তাঁদের এমন মনোভাব টের পাওয়া গেছে।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। সরকার এই দাবি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠান করতে গেলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছে তারা।