‘গত বছর সে যা করেছে, তা তুলনা করলে এমবাপ্পে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং আমি আশা করি সে এ বছর পুরস্কারটা জিতবে’—চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজির জয়ের পর কথাগুলো বলেছেন কিলিয়ান এমবাপ্পের বন্ধু ও সতীর্থ আশরাফ হাকিমি। পিএসজির ২–০ গোলের জয়ে গোল দুটি ভাগাভাগি করেছেন এ দুজন। প্রশ্ন হচ্ছে, আশরাফ হাকিমির এমন দাবি আসলে কতটা যৌক্তিক। গত বছর এমবাপ্পের সামগ্রিক পারফরম্যান্স ও অর্জনই–বা কী!
শুরুতে আসা যাক ক্লাব ফুটবলে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৩ ম্যাচে ৪১ গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এমবাপ্পে এ মৌসুমে শিরোপা জিতেছেন দুটি—লিগ আঁ এবং ফরাসি সুপার কাপ। শুধু এই দুটি ট্রফি ব্যালন ডি’অরের জন্য কখনোই যথেষ্ট নয়। যেখানে গত মৌসুমে ট্রেবল জয় আছে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের।