চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছিল গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেসময় দেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল হাসপাতালটি।
পরবর্তীতে দেশের ৪৯২টি হাসপাতালের মধ্যে চিকিৎসা সেবা, রোগীর সংখ্যা, অপারেশন, নরমাল ডেলিভারি, প্যাথলজি পরীক্ষা, মাতৃমৃত্যু ও সিজারিয়ান অপারেশনের ওপর অনলাইন জরিপেও প্রথম স্থান লাভ করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চলতি বছরের পহেলা মে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
দুইবার দেশসেরা হাসপাতালের স্বীকৃতি পেয়েও বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটির ভগ্নদশা। সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করলেও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত রোগীদের জন্য ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এ ছাড়াও, রয়েছে চিকিৎসক সংকট।
গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্বর হওয়ার ৩ দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। কিন্তু আমাদের হাসপাতালে বর্তমানে কোনো অ্যান্টিজেন কিট নেই, তাই বহিরাগত রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না।'