কাটা শুকাতে দ্রুত কাজ করে ইনসুলিন

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬

প্রশ্ন: আমার ছেলের বয়স ১৯ বছর। আমরা বাবা-মা লম্বা হলেও ছেলে সেই তুলনায় লম্বা হয়নি। এ জন্য ওকে অনেক বুলির মুখোমুখি হতে হয় সব জায়গাতেই। ও মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত। আমরা অনেকভাবেই চেষ্টা করেছি, কিন্তু ওর উচ্চতা বাড়ানো সম্ভব হয়নি। কেউ কেউ বলছে, এটা হরমোনের কারণে হচ্ছে। এখন যদি আমি হরমোনের চিকিৎসা করাই, তাহলে কি তার কিছুটা লম্বা হওয়া সম্ভব? নাকি এর সাইড ইফেক্ট হতে পারে? আদিল রহমান, চট্টগ্রাম


উত্তর: হরমোনের ঘাটতির কারণে সন্তান খাটো হতে পারে; যেমন, গ্রোথ হরমোন কিংবা থাইরয়েড হরমোনের ঘাটতি। আবার বংশগত, খাবারদাবার ও ভিটামিন ডি-র ঘাটতির কারণেও সেটা হতে পারে। এ ছাড়া ছোটবেলা থেকে হওয়া বিভিন্ন ক্রনিক রোগও উচ্চতা কম হওয়ার কারণ। হরমোনের ঘাটতি আছে কি না, তা আগে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হবে। গ্রোথ হরমোনের ঘাটতি থাকলে, গ্রোথ প্লেট বন্ধ হয়ে গেলে এ ধরনের সমস্যা হয়। সে ক্ষেত্রে গ্রোথ হরমোন দিলেও আর কাজ হয় না। গ্রোথ প্লেট সাধারণত ১৬ থেকে ১৮ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় বা জোড়া লেগে যায়। আপনার সন্তানের বয়স যেহেতু ১৯, তাই যথাযথ পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষার মাধ্যমে জানা যাবে তার গ্রোথ হরমোনের ঘাটতি আছে কি না অথবা তা জোড়া লেগে গেছে কি না। এ জন্য একজন হরমোন বিশেষজ্ঞ বা থাইরোলজিস্টের পরামর্শ নিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us