জলাবায়ু পরিবর্তনের বড় শিকার বাংলাদেশ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য আন্তর্জাতিকভাবে বিপুল তহবিলও আমরা পেয়ে চলেছি। কিন্তু সেই তহবিল কোথায় কী কাজে লাগছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী ভূমিকা রাখছে, তা নিয়ে আলোচনা হওয়া জরুরি।
এ তহবিলের প্রায় চার কোটি টাকায় ১০ বছর আগে দক্ষিণ চট্টগ্রামে প্রথম বোটানিক্যাল গার্ডেন (উদ্ভিদ উদ্যান) গড়ে তোলা হয়েছিল। সেই উদ্যান কয়েক বছর ধরে পরিত্যক্ত থাকতে থাকতে এখন ধ্বংসের পথে। বিষয়টি খুবই দুঃখজনক।