মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকর্মীরা বলছেন, আটকে পড়া মানুষের জীবন রক্ষায় পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।
গত শুক্রবার রাতের এই ভূমিকম্পের বেশ কিছু পরাঘাতে ঘরবাড়ি ধসে পড়ে। রাস্তায় ফাটল দেখা দেয়। বিশেষ করে পাহাড়ি গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে সেখানে তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে।