‘বাঘের বাড়ি’সহ সুন্দরবনে চালু হচ্ছে নতুন চারটি পর্যটনকেন্দ্র

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬

করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর, হিরণ পয়েন্ট (নীল কমল), কলাগাছী, কাগা দোবেকী—সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোর কী সুন্দর সুন্দর নাম। বর্তমানে এই আট পর্যটনকেন্দ্রে বছরে প্রায় দুই লাখ পর্যটক ভ্রমণ করেন, যা দিন দিন বেড়েই চলেছে। পর্যটকের চাপ কমাতে তাই এ বছর থেকে যুক্ত হচ্ছে আরও নতুন চারটি ইকোট্যুরিজম কেন্দ্র। আগে খুলনা রেঞ্জের মধ্যে সুন্দরবন ভ্রমণের কোনো সুযোগ ছিল না। তবে এবার সেই সুযোগ মিলেছে। নতুন চারটি কেন্দ্রের দুটিই পড়েছে খুলনা রেঞ্জে।


নতুন চারটি পর্যটনকেন্দ্র হলো সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগী; পূর্ব বন বিভাগের আওতাধীন শরণখোলা রেঞ্জের আলীবান্ধা এবং চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক। ২০২১ সালে ওই নতুন চারটি ইকোট্যুরিজম কেন্দ্রের কাজ শুরু হয়, এখনো তা চলমান। তবে এ বছর পর্যটন মৌসুমের শুরু থেকে কালাবগী ও আন্ধারমানিক কেন্দ্র দুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অন্য দুটি ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে মনে করছে বন বিভাগ। মূলত এক জায়গায় পর্যটকদের প্রবেশ কমিয়ে আনা, জীববৈচিত্র্য রক্ষা ও বনের অভয়ারণ্য এলাকায় পর্যটকদের চাপ কমিয়ে আনতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us