‘দেহচক্র বা আমাদের শরীরের মূল সাতটি শক্তিবিন্দুর সঙ্গেও রয়েছে রঙের সম্পর্ক। মনের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে আনতে একধরনের অদৃশ্য বলয় তৈরি করতে পারে রং। তাই সঠিকভাবে রঙের ব্যবহার করতে পারলে জীবনে পরিবর্তন আনা সম্ভব,’ বলেন ম্যান্ডিবার। মানুষভেদে একেক রঙের অর্থ একেক রকম হতে পারে। তবে পৃথিবীজুড়ে পরিচিত রংগুলোর কিছু সর্বজনীন অর্থ রয়েছে। যেমন—
কালো: রহস্য, সম্ভাবনা, অজানা, সুরক্ষা
সাদা: পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা, পাপহীন
ধূসর: কূটনীতি, ভারসাম্য
লাল: শক্তি, উত্তেজনা, আত্মবিশ্বাস
কমলা: উদ্বেগ, শক্তি, সৃজনশীলতা, আনন্দ