গোলের খাতা খুলবে আজ?

সমকাল প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৪

আকাশে বল উড়িয়ে মেরে শেখ মোরসালিনের অবিশ্বাস্য মিসটি এখনও আলোচনায় ফুটবলাঙ্গনে। ফরোয়ার্ড রাকিব হোসেনের জাল খুঁজে না পাওয়ার ব্যর্থতা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ফুটবলে। পরীক্ষিত ফরোয়ার্ড সুমন রেজা, আমিনুল ইসলাম সজীবদের খেলিয়ে ফল না পাওয়ায় মধ্যমাঠ শক্তিনির্ভর দল সাজাচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৪-৪-২ ফরমেশনে খেলার উদ্দেশ্যই হলো মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখা।


সেটাতে সফল হলেও আসল কাজ গোলই পাচ্ছে না বাংলাদেশ। বলতে গেলে গোল করারই লোক নেই। স্কোরিংয়ের পুরোনো সমস্যা আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও দেখা গিয়েছে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচের আগে স্কোরিং নিয়েই বেশি আলোচনা।


শক্তিশালী আফগানদের বিপক্ষে বৃহস্পতিবার গোলের খাতা খুলবে বলে বিশ্বাস ক্যাবরেরার। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে। প্রথম ম্যাচটি ফিফা টায়ার ওয়ান হলেও উইন্ডোর বাইরে ছিল। আজকের ম্যাচটি উইন্ডোর মধ্যে, অর্থাৎ বাংলাদেশ জিতলে পূর্ণ রেটিং পয়েন্ট পাবে এবং র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us