ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে গতকাল মঙ্গলবার ২১ জনের প্রাণহানি হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় দেশটিতে ভারী বৃষ্টি হয়। এতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
দেশটির রিও গ্রান্দে দ্য সল রাজ্যের এই প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। গভর্নর ইডুয়ার্দো লেইতে সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
গত সোমবার শুরু হওয়া শিলাবৃষ্টি ও ঝড়ে ৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। এ সময়ে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়।