ভারত-পাকিস্তান ম্যাচের এক টিকিটের দাম ৭৫ লাখ!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫

বাইশগজে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই বাড়তি উন্মাদনা। ক্রিকেট সামর্থ্য, রাজনৈতিক বৈরীতার কারণে ক্রিকেট বিশ্বে বাড়তি নজর থাকে দুই দলের ম্যাচটিকে ঘিরে। তবে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বড় টুর্নামেন্টের বাইরে তাদের ম্যাচ দেখার সুযোগ নেই বললেই চলে।


এ বছর অবশ্য বেশ কবারই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাচ্ছে সমর্থকরা। চলমান এশিয়া কাপের গ্রুপপর্বে রোহিত-বাবরদের দ্বৈরথ বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেলেও অন্তত আরও একবার মাঠে নামছে তারা।


আগামী ১০ সেপ্টেম্বর সুপার ফোরের লড়াইয়ে দ্বিতীয় বারের মতো দল দুটি মুখোমুখি হবে। এছাড়া ফাইনালেও মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। এতো গেল এশিয়া কাপ। আসন্ন ভারত বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে ক্রিকেটপ্রেমীরা। যা নিয়ে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে। 


আগামী ১৪ অক্টোবর ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। ম্যাচটির টিকিট ঘিরে স্বাভাবিকভাবেই চাহিদা তুঙ্গে। গত ২৯ আগস্ট প্রথম দফায় ম্যাচটির টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় সব। দ্বিতীয় দফায়ও ঘটে একই ঘটনা। ৩ সেপ্টেম্বর টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। টিকিট নিয়ে সমর্থকদের এমন উন্মাদনার সুযোগ নিচ্ছে ভারতের কিছু টিকিট কালোবাজারি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us